ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নাসির জামসেদদের চিনিয়ে দিলেন আপেল মাহমুদ

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ মার্চ ২০১৫

স্বাধীনতার মাসে বাংলাদেশের স্বার্বভৌমত্ব ও ক্রিকেটার পেসার রুবেল হোসেনকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদ।

বাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর সারাদেশে যখন আনন্দের বন্যা বইছিল ঠিক ওই মুহূর্তে পাকিস্তানি ওই ক্রিকেটার তার টুইটারে এ বাজে মন্তব্য করেন।

নাসির জামসেদের ওই মন্তব্যের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছেন। এমনই একজন বেসরকারি চ্যানেল দেশটিভির অনুষ্ঠান নির্বাহী আপেল মাহমুদ। আপেল মাহমুদ নাসির জামসেদকেও দিয়েছেন একহাত বাশ।

পড়ুন আপেল মাহমুদের ফেসবুক স্ট্যাটাস...

পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ টুইট করেছে রুবেল হোসেনকে নিয়ে। সে রুবেলকে রেপিস্ট বলেছে। আরো বলেছে রুবেল নাকি ফুল টাইম ক্রিমিনাল আর পার্ট টাইম ক্রিকেটার। নাসির জামশেদের সুবিধার্থে তাকে একটু মনে করিয়ে দেই সে কোন দেশে জন্মগ্রহণ করছে, সে কোন দেশের হয়ে ক্রিকেট খেলছে।

নাসির জামশেদ তুমি সেই দেশে জন্ম গ্রহণ করছো যেই দেশে প্রত্যেকদিন বোমা হামলা হয়। এমনকি মসজিদে নামাজরত অবস্থায় মরতে হয় হাজার হাজার মানুষকে। বিশ্ব দরবারে তোমরা জঙ্গি, বর্বর। নাসির জামশেদ তুমি সেই দলের ক্রিকেটার যেই দলে স্পট ফিক্সিং পান্তাভাত। কয়দিন পর পরই তোমরা টাকার লোভে দেশকে ভুলে গিয়ে জুয়া খেল।

নাসির জামশেদ তুমি সেই দলের খেলোয়ার যেই দলে ইমরান খানের মতো লুচ্চা খেলোয়ার খেলেছে। যার নারী কেলেঙ্কারীর হিসেব নাই। নাসির জামশেদ তুমি সেই দলে খেলছো যেই দলে আফ্রিদি নামের একটা গাধা ক্রিকেটার আছে যে কি না কয়দিন পরপর বল টেম্পারিং করে ধরা খায়, জুতোর স্পাইক দিয়ে পিচ নষ্ট করে ধরা খায়, নারী কেলেঙ্কারী করে ধরা খায়।

নাসির জামশেদ তুমি সেই দলের ক্রিকেটার যেই দলে সোয়েব আকতারের মতো বধ্য মাতাল খেলেছে। যে কি না কয়দিন পর পর বারে গিয়ে মদ খায়, মাতলামো করে লোকজনের সাথে। উচ্ছৃঙ্খলতার কারণে দলে টিকতে পারেনা। আর নারী কেলেঙ্কারীরও অভাব নাই। নাসির জামশেদ তুমি সেই দলের ক্রিকেটার যেই দলে সালমান বাট, আসিফ ও আমির ম্যাচ ফিক্সিং করে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হইছে।

নাসির জামশেদ তুমি সেই দলের ক্রিকেটার যেই দলে সেলিম মালিক থেকে শুরু করে দানিশ ক্যানেরিয়া পর্যন্ত সবার নামেই ফিক্সিংয়ের অভিযোগ আছে। নাসির জামশেদ তুমি সেই দেশের ক্রিকেটার যেই দেশে বব উলমারের মতো নিরিহ, ভালো মানুষ অসাধারণ কোচ খুন হয়ে যায়।

রমিজ রাজা সারাদিন আমাদের কটাক্ষ করে। ইউনুস খানরাও সুযোগ বুঝে আমাদের উল্টাপাল্টা দুই কথা শুনয়ে দেয়। এবার তুমি নাসির জামশেদও আমাদের নিয়ে বাজে মন্তব্য করলা। আমি অল্প কিছু ডেমো দিলাম। তোমাদের অপকর্মের আরো হাজার হাজার ঘটনা আছে। তা বাবা নাসির জামশেদ এবার তুমিই একটু বিচার করো কারা ফুল টাইম ক্রিমিনাল আর পার্ট টাইম ক্রিকেটার।

শোনো হে বোকা চো*ারা, কবি বলেছেন নিজের পাছায় গু রেখে অন্যের পাছা হাতরানো ছাগলের কাজ.... অবশ্য তোমরাতো ছাগল ই.... কোনো সন্দেহ নাই...। (সামান্য পরিমার্জিত)

বিএ/আরআই