গর্বের বিজয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ
ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ে পুল এ পর্বে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টারফাইনালে নাম লেখালো বাংলাদেশ। আর এই জয় মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ করার ঘোষণা দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার খেলা শেষে মাশরাফি বলেন, দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ছেলেরা দারুন ক্রিকেট খেলেছে। মাহমুদুল্লাহ’র ব্যাটিং ছিলো দুর্দান্ত। তাকে ভালো সাপোর্ট দিয়েছে মুশফিকুর। প্রয়োজনীয় সময়ে বোলিং-এ দুটি মূল্যবান উইকেট নিয়েছে রুবেল। তাই শেষ আটে উঠেছি আমরা।
মাশরাফি আরো বলেন, কোয়ার্টারফাইনাল খেলা আমাদের জন্য অনেক গর্বের। এই জয় মহান মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই। এই জয়টি সমর্থকদের জন্যও। যারা সবসময় আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।
আজকের ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপের আসরে প্রথম কোনো বাংলাদেশি শতরানের মাইলফলক ছুঁতে পারার উচ্ছ্বাসের রেশ অধিনায়কের কণ্ঠেও। বিশেষ প্রশংসা পেয়েছেন রুবেল। পিঠ চাপড়ে দিয়েছেন মুশফিক-তাসকিনদেরও। অধিনায়কের নিজেরও যে প্রশংসা প্রাপ্য, সেটিও মনে করিয়ে দিয়েছেন উপস্থাপক।
বল হাতে শুধু মিতব্যয়ী ছিলেন না তিনি, ইংল্যান্ডের দুটি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকেও আউট করেন মাশরাফি।
আরএস/পিআর