ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ ও রুবেলকে নিয়ে পাকি ক্রিকেটারের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৯ মার্চ ২০১৫

স্বাধীনতার মাসে বাংলাদেশের স্বার্বভৌমত্ব ও ক্রিকেটার পেসার রুবেল হোসেনকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদ।

বাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করার পর সারাদেশে যখন আনন্দের বন্যা বইছিল ঠিক ওই মুহূর্তে পাকিস্তানি ওই ক্রিকেটার তার টুইটারে এ বাজে মন্তব্য করেন।

পাকি এই ক্রিকেটার রুবেলকে নিয়ে তার টুইটারে লেখেন, ‘ইংল্যান্ড রুবেল হোসেন দ্বারা ধ্বংস। তার বিরুদ্ধে বাংলাদেশে ধর্ষণ মামলা চালু রয়েছে। এই ছেলে পূর্ণকালীন অপরাধী আর খণ্ডকালীন খেলোয়াড়।’

এছাড়াও ওই ক্রিকেটার বাংলাদেশের স্বাধীনতা নিয়েও বাজে মন্তব্য করেছেন। অন্যদিকে নাসির জামসেদের ঔদ্ধত্যপূর্ণ এই মন্তেব্যের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

বাংলাদেশে জয় নিয়ে আরো কিছু সংবাদ...

# স্বপ্নের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (ভিডিও)
# জয়ের সঙ্গে জরিমানাও গুণছেন মাশরাফিরা
# গর্বের বিজয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ
# টাইগারদের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা
# টাইগারদের নিয়ে ফেসবুকজুড়ে ফান
# টাইগারদের জয় উপলক্ষে ২০ দলের হরতাল শিথিল
# ফেসবুকে রুবেল আর রুবেল (ছবিতে দেখুন)
# রুবেলের সঙ্গে সবাই হ্যাপি!
# অ্যাডিলেডে বাংলাদেশের দুরন্তপনা (দেখুন ছবিতে)

এমএএস/আরএস/পিআর