ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রুবেলের সঙ্গে সবাই হ্যাপি!

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৯ মার্চ ২০১৫

`আমি আজ সত্যিই হ্যাপি। এরমধ্যে কোনরকম মেকি বা মিথ্যা নেই। যা বলছি মন থেকে বলছি। বলতে পারেন রুবেলের এ সাফল্যে আমি নিজেও পুলকিত।` বাংলাদেশ জয়ের পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আলোচিত অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি।



হ্যাপি বলেন, অতীতে যা হয়েছে তা ভুলে গেছি। কারণ দেশের কাছে ব্যক্তিস্বার্থ কিছুই নয়। দেশের হয়ে আজ রুবেল যা দেখালো তা অভাবনীয়। তাছাড়া আমি তো কয়েকদিন আগেই বলে দিয়েছি এ মামলা আর চালাব না। সুতরাং রুবেলের প্রতি আমার কোন ক্ষোভ নেই। রয়েছে শুধু ভালবাসা। ও আমাকে ভালবাসুক আর নাই বাসুক আমার ভালবাসায় কখনো ভাটা পড়বে না। সেই প্রত্যাশা থেকেই বিশ্বকাপে যাওয়ার আগে তার প্রতি শুভকামনা জানিয়েছিলাম। যে প্রত্যাশা রুবেলের জন্য করেছিলাম সেটাই আজ বাস্তবে রূপ নিল।



এদিকে সোমবারের খেলায় রুবেলের দুর্দান্ত পারফরমেন্সে ফেসবুক জুড়ে চলছে হ্যাপিময় স্ট্যাটাস।

এএ/আরআই