ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুরুতেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে তার আগে মূলপর্বে উত্তীর্ণ হওয়ার লড়াইয়ে ৮ ফেব্রুয়ারি মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর প্রথম দিনই শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে রোমানা বাহিনী। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাই পর্ব।

বাছাই পর্ব শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ৫ ফেব্রুয়ারি নন্দীস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।

বাছাই পর্বে মোট ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। আর ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড।
    
প্রতি গ্রুপে দলগুলো চারটি করে ম্যাচ খেলবে এবং গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। সুপার সিক্সের ছয়টি দল ২০১৭ বিশ্বকাপের মূলপর্বে খেলার সূযোগ পাবে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূলপর্বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দেবে বাছাই পর্ব থেকে পাওয়া দল ছয়টি।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুন ইংল্যান্ডে মোট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ ক্রিকেট। ২৩ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে এ আসর।

আরটি/এনইউ/জেআই

আরও পড়ুন