ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিগ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে

প্রকাশিত: ১১:৫২ এএম, ০৭ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ম্যাচটিকে গুরুত্বপূর্ণ ধরা হলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে তা আর মাঠে গড়ায় নি। তবে আগে আফগানিস্তান ও পরে স্কটিশদের দুর্দান্তভাবে উড়িয়ে দিতে সক্ষম হলেও নিশ্চিত হয়নি টাইগারদের কোয়াটার ফাইনাল। তাই বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে  ইংল্যান্ডের বিরুদ্ধে হতে যাওয়া ম্যাচটি। আগামী সোমবার এডিলেইডে এ ম্যাচটি জিতলেই বাংলাদেশ পৌঁছে যাবে তাদের কাঙ্খিত লক্ষে।

জানা গেছে, চার খেলায় দুটিতে জয়, একটি হার - সব মিলিয়ে টাইগারদের পয়েন্ট হচ্ছে পাঁচ। আর ইংল্যান্ডের চার  খেলায় একটি জয় এবং তিনটি পরাজয় মিলিয়ে দু`পয়েন্ট । নেট রান রেটেও তারা বাংলাদেশের পেছনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হয়ে যাবার পর বাংলাদেশের বাকি থাকবে একটি মাত্র খেলা। সেটি নিউজিল্যান্ডের সঙ্গে, আর ইংল্যান্ডের শেষ খেলা আফগানিস্তানের সঙ্গে। তাই জয়ের ভালো সম্ভাবনা আছে - এমন খেলা বাংলাদেশের হাতে আছে এই একটিই।

এই ম্যাচে জিতলে বাংলাদেশের কোয়াটার ফাইনাল নিশ্চিত। কারণ ইংল্যান্ড যদি হারে তাহলে তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও কোন লাভ হবে না।

এএইচ/পিআর