এটাই আমার স্বপ্ন ছিল : ‘আফগান মেসি’
লিওনেল মেসির দারুণ ভক্ত সে। আর্জেন্টিনার এই সুপারস্টারকে দেখেই তার ফুটবলার হওয়ার প্রত্যয়। প্লাস্টিকের ব্যাগ কেটে বানানো মেসির জার্সি পরে খেলছিল। এরপর বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসে আফগানিস্তানের মুর্তাজা আহমাদি। পরিচিত লাভ করে ‘আফগান মেসি’ নামে। কেউ তাকে অভিহিত করে ‘প্লাস্টিক মেসি’ নামেও।
হিরোর (মেসির) সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা ছিল আহমাদির। সেটাই পূরণ হয়ে গেলো। প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন কাতারের দোহায়। সেখানেই মেসির সঙ্গে সাক্ষাৎ হলো আহমাদির। ‘আফগান মেসি’ ঠাঁই পেলো আর্জেন্টাইন মেসির কোলে।
মেসির সঙ্গে দেখা করতে পেরে ভীষণ খুশি আহমাদি। জানালো, স্বপ্নটা সত্যি হয়েছে তার। বললো, ‘আমার হিরোর সঙ্গে দেখা হলো। আমি খুবই রোমাঞ্চিত। এটাই আমার স্বপ্ন ছিল। অবশেষে তা পূরণ হলো।’
এনইউ/আরআইপি