প্রস্তুতি ম্যাচে নেই সাকিব-তামিম-মোস্তাফিজ
নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে দলে নেই সাকিব-তামিম-মোস্তাফিজ।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১১ জনের অধিক ক্রিকেটারকে যাচাই করার সুযোগ আছে টাইগার কোচ হাথুরুসিংহের। ধারণা করা হচ্ছিল এ ম্যাচ দিয়েই পাঁচ মাস পর আবারো ক্রিকেটে দেখা যাবে মোস্তাফিজকে। তবে দলের সেরা এই তারকাকে নিয়ে কোনো ঝুঁকিতে নন কর্তৃপক্ষ। আর সাকিব-তামিম বিপিএলে খেলে পরে অস্ট্রেলিয়া যাওয়ায় এ ম্যাচে তাদের একাদশে রাখা হয়নি। তবে একাদশে না থাকলেও ব্ল্যাকটাউনের ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে যথারীতি অনুশীলন করবেন দলের এই তারকারা।
এদিকে প্রস্তুতি ম্যাচ হওয়ায় কোনো টেলিভিশন চ্যানেল ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে না। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো ম্যাচের কিছু অংশ তারা সরাসরি দেখতে পারবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুরো ম্যাচ না দেখতে পারলেও দেখতে পারবে ১০ ওভার। সিডনি সিক্সার্সের ফেসবুক পাতায় সরাসরি দেখানো হবে। বুধবার নিজেদের সত্যায়িত ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়ে এমনটা জানায় বিগ ব্যাশ দল সিডনি সিক্সার্স। পোস্টে তারা লেখে, ‘আজ রাতে আমরা আমাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবো বিসিবি একাদশের। ম্যাচ চলাকালীন সময়ে ফেসবুকে সরাসরি আসবো আমরা।’
এমআর/এমএস