তিন নম্বরে সাকিব
আইসিসি’র অলরাউন্ডারের র্যাংকিংয়ে আরও এক ধাপ নেমে গেলেন সাবেক একনম্বর তারকা সাকিব আল হাসান। দীর্ঘদিন এ র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে থাকলেও সর্বশেষ তালিকায় সাকিব নেমে গেছেন তিন নম্বরে। আর টেস্ট র্যাঙ্কিংয়ের একনম্বর ব্যাটসম্যানের খেতাব পুনরুদ্ধার করলেন কুমার সাঙ্গাকারা। আইসিসি’র সর্বশেষ র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান।
বর্তমানে সাঙ্গাকারার রেটিং পয়েন্ট ৯২০ আর ডি ভিলিয়ার্সের রেটিং পয়েন্ট হচ্ছে ৮৯৯। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ডবল সেঞ্চুরি করেন সাঙ্গাকারা। বাঁহাতি এ ব্যাটম্যানের ২২১ রানের ইনিংস প্রথম টেস্টে পাকিস্তানকে হারাতে সহায়তা করে শ্রীলঙ্কাকে। এতে দু’বছরের বিরতিতে র্যাংকিংসেরা খেতাব ফিরে পেলেন সাঙ্গাকারা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। এ সুবাদে র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে উঠে এসেছেন ম্যাথিউস। ক্যারিয়ারের প্রথমবারে মতো শীর্ষ পাঁচে জায়গা পেলেন তিনি।
বাংলাদেশের পক্ষে টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৫৯৪। আর টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথের। পাকিস্তানের বিপক্ষে শেষদিন ৪৮ রানে ৬ উইকেট দখল করেন তিনি। এ সুবাদে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। এ তালিকার শীর্ষস্থানে রয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৮ নম্বরে রয়েছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজের মাধ্যমে পরিবর্তন এসেছে বোলিং র্যাঙ্কিংয়েও। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ৫ উইকেট শিকারের সুবাদে ৫ নম্বরে রয়েছেন জেমস অ্যান্ডারসন। আর ২৫ রানে ৯ উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রড জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। বর্তমানে তার অবস্থান ৯ নম্বরে। মিচেল জনসনকে হটিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন ব্রড। টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন রবি চন্দন অশ্বিন। এ তালিকায় সাকিবের অবস্থান ৩ নম্বরে।