শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই শ্রীলংকা যাচ্ছে সাইফরা
ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অধরা থেকে গিয়েছিল মেহেদী হাসান মিরাজদের। সেমিফাইনালেই শেষ হয়ে গিয়েছিল তাদের সে স্বপ্ন। তবে সেই আক্ষেপ ঘোচাতে চান সাইফরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে। তবে তার আগে শ্রীলংকায় যুব এশিয়া কাপ জয়ের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। শিরোপার জন্যই শ্রীলংকায় লড়াই করবে যুবারা। তবে তাদের প্রাথমিক লক্ষ্য, সেমিফাইনাল। এরপরই পরের ধাপে যেতে চান বলে জানান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।
আগামী মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ দলের যুবারা। ওইদিনই শুরু হতে যাচ্ছে এ যুবাদের এশিয়া কাপ। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। যাওয়ার আগে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘প্রথম রাউন্ডটা যদি আমরা ভালোভাবে নিজেদের কাজটা করতে পারি, অবশ্যই সেমিফাইনাল খেলবো। তেমন চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কারণ অনূধ্র্ব-১৯ এর ক্ষেত্রে সবগুলো দেশের দলেই আগের বছর যারা খেলে তারা পরের বছর আর থাকে না। তাই সবাই নতুন। আমাদের দলের সবাই বিভিন্ন বয়সভিত্তিক দল থেকেই উঠে এসেছে।’
কিছুদিন আগে ঘোষণা করা অনূর্ধ্ব-১৯ দলটির অধিকাংশ সদস্যই একসঙ্গে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছেন। তাই দলের মধ্যে বোঝাপড়া ভালো বলে মনে করেন সাইফ। এ কারণেই টিম স্পিরিট ভালো থাকবে বলে মনে করেন তিনি। ম্যাচ বাই ম্যাচ খেলে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন বলে জানান অধিনায়ক।
‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। যখন আমরা অনুর্ধ-১৭ তে ছিলাম বেশ কয়েকজন একসাথে খেলেছি। পারস্পরিক বোঝাপড়াটা বেশ ভাল। আমাদের প্রস্তুতিটাও বেশ ভাল হয়েছে। একসাথে ক্যাম্প করেছি, অনুশীলন ম্যাচ খেলেছি। এসব কারণে সবাই বেশ ভালভাবেই প্রস্তুত। ম্যাচ বাই ম্যাচ আমরা খেলব। ইনশাআল্লাহ আশা করছি খুব ভাল খেলতে পারব।’
উল্লেখ্য, শ্রীলংকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর। আর ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলংকা, নেপাল ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপের সব খেলা হবে গল ও মাতারায়। আর ‘এ’ গ্রুপের খেলা হবে কলম্বোয়। এরপর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল। আগামী ২৩ ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
আরটি/আইএইচএস/পিআর