ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিদায় বললেন মিরোস্লাভ ক্লোসা

প্রকাশিত: ০২:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৪

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন। ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার জার্মান জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৭ ম্যাচ। গোল করেছেন ৭১টি। সোমবার ৩৬ বছর বয়সী এই তারকা অবসরের ঘোষণা দেন।

সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে চ্যাম্পিয়ন করানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই লাৎজিও স্ট্রাইকার। পাঁচ ম্যাচে দুই গোল করার পথে ব্রাজিলিয়ান রোনাল্ডোকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

জার্মানির জার্সি গায়ে ১৩৭ ম্যাচ খেলেন ক্লোসা। দেশের হয়ে তার চেয়ে বেশি খেলেছেন লোথার ম্যাথিউজ (১৫০)।

বিদায়বেলায় এই মহাতারকা বলেন, “দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটালাম। বেশ কিছু অসাধারণ স্মৃতিও রয়েছে সতীর্থদের সঙ্গে।”

ক্লোসা বলেন, “দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলকে বিদায় বলার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আমার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই মুখ্য ছিল। ব্রাজিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি (বিশ্বকাপ জয়)। এটা সত্যিই অসাধারণ, যা ভায়ায় প্রকাশ করার মতো না।”

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক দেশের হয়েও সর্বোচ্চ ৭১ গোল করার রেকর্ড গড়েন। এই সম্পর্কে তিনি বলেন, “আমি ক্যারিয়ারে বেশ কিছু গোল পেয়েছি। আমি একজন স্টাইকার এবং আমার কাজই হলো গোল করা।”

রেকর্ড গড়ার চেয়ে দলের সাফল্যেই মনোযোগ ছিল ক্লোসার। বিদায়বেলায় সেটাই জানান তিনি। পাশাপাশি সতীর্থদের ধন্যবাদ জানাতেও ভুল করেননি তিনি।

২০০৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ক্লোসা বলেন, “রেকর্ড নিয়ে আমার কখনো মাথাব্যথা ছিল না। আমি সবসময় দলকে সাহায্য করার জন্য খেলেছি। আমি সফলতার জন্য সতীর্থদের ওপর নির্ভর করতাম। সুতরাং বিদায়বেলায় আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”