ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাহমুদউল্লাহর বিদায়

প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৫ মার্চ ২০১৫

স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ২৫ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫৫। তামিম ৭৯ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটিং করছেন।

পাহাড়সমান রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানে সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ে তোলেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।  ১৩০ বলে ১৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।  এ সময় দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি তুলে নেন।

বেশ ভালোমতো স্কটিশ বোলারদের সামলাচ্ছিলেন দুই ব্যাটসম্যান। তাদের দুজনের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ে হোঁচট খায় টাইগাররা। ৬২ রানে বোল্ড হন রিয়াদ। ৬২ বলে ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান রিয়াদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কাইল কোয়েটজারের দেড় শতাধিক রানের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রানের বিশাল স্কোর গড়ে স্কটল্যান্ড। ওপেনার কাইল কোয়েটজার করেন ১৩৪ বলে  ১৫৬ রান। যেটি আইসিসির সহযোগি দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ।

প্রথম ওভারে ৯ রান দেওয়ার পর তৃতীয় ওভারে ফিরেই মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে মাশরাফি তুলে নেন ক্যালাম ম্যাকলিওডকে। দলীয় ১৩ রানের মধ্যে ম্যাকলিওডই করেন ১১ রান।

উইকেটে খানিকটা থিতু হয় কাইল কোয়েটজার-হাশিম গার্ডিনারের দ্বিতীয় উইকেট জুটি। তবে দশম ওভারের পঞ্চম বলে গার্ডিনারকে ফিরিয়ে দিয়ে ফের উইকেটের পতন ঘটান তাসকিন আহমেদ। ১৯ রান করা গার্ডিনার কভারে সৌম্য সরকারের দারুণ ক্যাচের শিকার হন।

৩৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর স্কটল্যান্ডকে এগিয়ে নেন কোয়েটজার-ম্যাচান জুটি। তাদের ৭৮ রানের তৃতীয় উইকেটে দলীয় শতক পেরোয় স্কটল্যান্ড। ম্যাচ ম্যাচান ৩৫ রান করে সাব্বিরের হাতে রিটার্ন ক্যাচ দিলে এই জুটি ভাঙে।

বিশ্বকাপে এটি বাংলাদেশ দলের চতুর্থ ম্যাচ হলেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম। আজকের ম্যাচে মমিনুল হকের বদলে দলে নেওয়া হয়েছে নাসির হোসেনকে।

এআরএস