ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘৪৮ দলের বিশ্বকাপ হলে খেলোয়াড়রা মরে যাবে’

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করতে যাচ্ছে ফিফা। তবে সংস্থাটির এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি এই সময়ে বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। ম্যানচেষ্টার সিটির এই কোচের ধারণা ৪৮ দলের বিশ্বকাপ হলে ক্লান্তিতে খেলোয়াড়রা এক সময় মরেই যাবেন!

এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, `আমাদের উচিত ফুটবলের গুণগত মান নিয়ে কথা বলা। কিন্তু বলা হচ্ছে উল্টো সংখ্যা নিয়ে। খেলোয়াড়রা তো  বিশ্রামই পাচ্ছে না। আর এখন ৪৮ দলের বিশ্বকাপ নিয়েও কথা হচ্ছে। আমরা তো খেলোয়াড়দের মেরে ফেলব এভাবে!`

বিশ্বকাপ বাদ দিয়েও খেলোয়াড়দের এখন অনেক বেশি ম্যাচ খেলতে হয়। আর বিশ্বকাপে দল বাড়লে স্বাভাবিক ভাবেই ম্যাচের সংখ্যা বাড়বে। গার্দিওলা আরও বলেন, `আমাদের দায়িত্ব হচ্ছে খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া। কিন্তু আমরা সেটা করছি না। আমরা এখনকার খেলোয়াড়দের কাছ থেকে খুব বেশি চাইছি।`

তবে শেষে গার্দিওলা বলেন, `এটা আমার নিজস্ব মত। ফিফা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব। কিন্তু আমি শুধু খেলোয়াড়দের দিকটা ভাবছি। ওদের একটু বিশ্রাম দিতে হবে, জীবনটা উপভোগ করার জন্য।`

এমআর/এমএস

আরও পড়ুন