ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলির বিরুদ্ধে সাংবাদিককে গালি দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০৪ মার্চ ২০১৫

খেলার মাঠে ব্যাট হাতে তিনি দুর্দান্ত। কিন্তু বদমেজাজী স্বভাবের জন্য হাল ক্রিকেটের ব্যাড বয় বলা হয় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। সর্বশেষ এক সাংবাদিককে গালি দেয়ায় নতুন করে সমালোচিত হলেন তিনি।

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করায় বিরাট কোহলির বিরুদ্ধে এবার বিসিসিআই ও আইসিসি’র কাছে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই সাংবাদিক যে জাতীয় দৈনিকের প্রতিনিধি, তার ক্রীড়া সম্পাদক বিসিসিআই ও আইসিসি’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। তবে এ অপরাধে দলের ভরসার পাত্র কোহলির বিরুদ্ধে কঠিন কোন সিদ্ধান্তে যাচ্ছেন না সদ্য-নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। এদিন তিনি বলেছেন, এই বিষয়ে বিরাটকে স্পষ্টভাবে জানানো হয়েছে। সে স্বীকার করেছে তার ভুল হয়েছে। ব্যাস-এটুকুই!

প্রথমে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকী, বিরাটের বিরুদ্ধে সাংবাদিককে গালিগালাজ করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকারও করে বোর্ড। কোহলি ওই সাংবাদিকের উদ্দেশ্যে কোনও খারাপ মন্তব্য করেননি বলে দাবি করে টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়ার ম্যানেজার আর এন বাবা সংবাদমাধ্যমের কাছে জানান, ওই সাংবাদিকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল বিরাটের। তবে সেই ঘটনা বিরাট নিজেই মিটিয়ে নিয়েছেন। কিন্তু, আইসিসি ও বিসিসিআই-এর কাছে অভিযোগ করে বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে সংবাদপত্রটি।

গতকালই এক সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করায় ক্রিকেট মহলে সমালোচিত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলিকে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পারথে অনুশীলন সেরে মাঠ থেকে বেরনোর সময় এক সর্বভারতীয় দৈনিকের সাংবাদিককে দেখে আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন বিরাট।

খবরে প্রকাশ, ওই সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজ করেন বিরাট। কিছু না বুঝেই এই অনভিপ্রেত পরিস্থিতিতে কিছুটা হতচকিত হয়ে পড়েন ওই সাংবাদিক। পরে জানা যায়, ওই সংবাদপত্রে তাঁকে ও তার সাব্কে প্রেমিকা বলিউড অভিনেত্রী অানুষ্কা শর্মাকে নিয়ে একটি প্রতিবেদন বের হওয়ায় আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন বিরাট। তাঁর মনে হয়েছিল, প্রতিবেদনটি ওই সাংবাদিক লিখেছেন। পরবর্তীকালে নিজের ভুল ধারণার কথা বুঝতে পেরে বিরাট নিজে থেকে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন। টিম সূত্রে খবর, গতকালই বিরাট অন্য এক সাংবাদিককে ডেকে তাঁর মাধ্যমে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে নেন।

তবে, ওই সংবাদপত্র যে বিষয়টি হাল্কাভাবে নিচ্ছে না, তা এদিন পরিষ্কার হয়ে যায়। শুধু বিসিসিআই ও আইসিসি-র কাছে অভিযোগ নথিভুক্ত করেই ক্ষান্ত হচ্ছে না ওই দৈনিকটি। জানা গেছে, বিরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও ভাবছে তারা।

অবশ্য এমন বিরাট কাণ্ডের ঘটনা এটাই প্রথম নয়। খেলার মাঠে এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কোহলি। আর এসব কারণেই দারুণ একজন খেলোয়ার হওয়া স্বত্তেও বরাবরই তিনি সমালোচিত।

এলএ/আরআই