ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৪ মার্চ ২০১৫

মশিউর রহমান তুহিন, সিডনি থেকে : বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় এবং অন্য যে কোনো একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের আশাবাদ নিয়ে যায়। কারণ আপাতত সমীকরণ আর ২টি ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়াটার ফাইনালে যাবে। তাই আগামীকাল বৃহস্পতিবারের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণও বটে।

অতীত পরিসংখ্যান ও বর্তমান বাস্তবতা সবকিছু বাংলাদেশের পক্ষে। শুধু মাঠে গিয়ে সেটার প্রতিফলন দেখাতে চায় খেলোয়াড়রা এবং বাংলাদেশের ১৬ কোটি জনগণকেও সেই আশা নিয়ে টিভি সেটের সামনে বসতে হবে। এই স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের অনেক সুখ স্বপ্ন জড়িত। স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে সুযোগ পায় এবং পুনরায় বিশ্বকাপে তাদের হারিয়ে প্রথম জয়ের গৌরবও লাভ করে।

তবে আগামীকালের ম্যাচে বাংলাদেশকে একটু ভিন্ন অভিজ্ঞতা লাভ করতে হতে পারে দর্শক শূন্যতায়। অস্ট্রেলিয়াতে প্রতিটি ম্যাচে প্রচুর সংখ্যক প্রবাসী দর্শক মাঠে খেলা দেখতে হাজির হয়। কিন্তু মেলবোর্ন থেকে নেলসনে যাবার পর সেখানে কোনো প্রবাসী বাংলাদেশিদের আনাগোনা করতে দেখা যায়নি। তারপরও হয়তো নিউজিল্যান্ড প্রবাসী কিছু দর্শক খেলা দেখতে যেতে পারে। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হবেনা কারণ স্কটল্যান্ড আফগানিস্তানের সাথে জিততে জিততে হেরে যায়। তাছাড়া তাদের দলের সাথে সহকারী কোচ হিসেবে আছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কলিংউড ও পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সাবেক কোচ জারগেন্সনকে নিয়োগ দিয়েছেন। যদিও বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসান এই বিষয়টি ততটা গুরুত্ব দিতে চাননি কারণ মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।

সাকিব বলেন, আমাদের নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে হবে, অন্যরা কি করে সেটা আমাদের বিবেচ্য নয়। তার সাথে আমরা দর্শকরাও একমত জয় দিয়েই আমাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখবেন টাইগাররা।

এমএএস/পিআর