ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেই সাব্বিরই যখন রাজশাহীর ত্রাতা

প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৬

চলতি বিপিএলে অর্থাৎ বিপিএলের চতুর্থ আসরের একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির রহমান। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ৯টি করে চার এবং ছক্কায় সাজানো ১২২ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন তিনি। বিপিএলে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। রেকর্ড গড়া এই সেঞ্চুরিও সেদিন বিফলে গিয়েছিল। কারণ শেষ মুহূর্তে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালের কাছে ৪ রানে হেরে যায় সাব্বিরের রাজশাহী।

এরপর যেন ছন্দ হারিয়ে ফেলেন সাব্বির! সবশেষ দশ ম্যাচে উল্লেখ করার মতো রংপুর রাইডার্সের বিপক্ষে তার ৩১ রানের ইনিংস রয়েছে। এছাড়া সমান ১৬ রানের ইনিংস রয়েছে খুলনা টাইটান্স ও সেই রংপুরের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে করেছিলেন ১১ রান।

বিপিএলের চট্টগ্রাম পর্বে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে ফর্মের সঙ্গেই লড়ছিলেন সাব্বির! সমালোচনার কাঠখড়ি পোহাতে হয়েছে তাকে। তবে আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইটান্সের সেই বিতর্ক আর সমালোচনা পেছনে ঠেলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। রাজশাহী কিংসের বিপর্যয়ে হাল ধরেছেন তিনি। খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনার বিপক্ষে ৫২ বলে দুটি চার ও ১ ছক্কায় হার না মানা ৪৩ রানের ইনিংস খেলে দলকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়ে মাঠ ছেড়েছেন। রাজশাহী জয় পেয়েছে ৭ উইকেটে। সেই সাব্বিরই বনে গেলেন রাজশাহীর ত্রাতা। ব্যাটিংয়ের হিসেবে জয়ের নায়ক তো তিনিই।

তবে সাব্বির নয়, সামিত প্যাটেলের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন সামিত। যা খুলনার ব্যাটিং লাইন-আপকে চুরমার করে দিয়েছে। এটাকেই হয়তো ম্যাচ বিশ্লেষকরা বড় করে দেখেছেন।

তাই বলা চলে, সাব্বিরের ব্যাটে আর সামিতের বলে ফাইনালের টিকিট নিশ্চিত করলো রাজশাহী। আগামী শুক্রবার ফাইনালের লড়াইয়ে সাব্বির-সামিত-স্যামিদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।

এনইউ/বিএ

আরও পড়ুন