ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যাচ জিতলেই টাইগারদের জন্য পুরস্কার

প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৩ মার্চ ২০১৫

যে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলেই বাংলাদেশ দল পুরস্কার পায়। তবে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে মোটা অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি।

বাংলাদেশ দলের সামনে এখন কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। বাকি তিন ম্যাচের দুটিতে জিতলেই বিশ্বকাপের শেষ আট নিশ্চিত হয়ে যাবে মাশরাফির দলের। দলকে উৎসাহ দিতেই এই  বিশেষ ‘বোনাস’দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন,বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্যই পুরস্কারের ব্যবস্থা রেখেছে বিসিবি। তবে ম্যাচ ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে পুরস্কারের ধরন। যেমন আইসিসির সহযোগী সদস্যকে হারালে যে পুরস্কার,টেস্ট দলকে হারালে অঙ্কটা তার চেয়ে চারগুণ বেশি। গ্রুপ পর্বে কোনো টেস্ট দলকে হারাতে পারলে বাংলাদেশ দল পাবে ২০ হাজার ডলার। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে পুরস্কারের অঙ্ক বেড়ে হবে এক লাখ ডলার।

মাশরাফি-সাকিবদের অনুপ্রাণিত করতে এখানেই থেমে থাকেনি বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন,সেমিফাইনালে উঠলে পাঁচ লাখ,ফাইনালে উঠতে পারলে ১০ লাখ আর চ্যাম্পিয়ন হতে পারলে ২০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে দলকে।

এমআর/আরআইপি