ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ডে ব্যাটিং সহজ হবে’

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৬

চলতি মাসের শেষেই তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। এ সফরে যাওয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। কারণ জাতীয় দলের প্রায় সকল তারকাই দারুণ ছন্দে রয়েছেন। তবে নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটসম্যানরা ভালো করবেন বলে আশা করছেন বাংলাদেশের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় এখন আমাদের উইকেটগুলো আর ওইরকম নেই। বরং বাংলাদেশের উইকেটে রান করা আরও কঠিন এখন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কথা শুনলেই আমরা ভাবি যে সিমিং কন্ডিশন। আসলে ওই রকম কিছুই থাকে না। বরং আপনি দেখবেন ওখানকার উইকেটে ৩৫০-৪০০ রান করে খেলা হয়। শটস খেলতে ব্যাটসম্যানদের সুবিধা আরও অনেক বেশি।’

তবে ওয়ানডে ক্রিকেটের প্রথমদিকে কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে মনে করেন মাশরাফি। ধীরে ধীরে তাদের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে আশা করছেন তিনি। তাই মানসিক প্রস্তুতি থাকলে নিউজিল্যান্ড সিরিজে ব্যাটসম্যানদের রান করা সহজ হবে বলে জানান ম্যাশ।

‘হয়তো পাঁচ-সাত ওভার দুই পাশে দুটি নতুন বল থাকে। বিশেষ করে ওয়ানডেতে। টেস্টে হয়তো একটা আলাদা হবে এটা খুবই স্বাভাবিক। আমার কাছে মনে হয় এখান থেকে ওখানে রান করা ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে যদি মানসিক প্রস্তুতি ঠিক থাকে।’

এবারের বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছেন। ব্যাটিং বোলিং দুই দিকে সেরা পাঁচে বাংলাদেশিদের প্রাধান্য। তবে বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা বলে মনে করেন মাশরাফি। তার পরেও কিছুটা আত্মবিশ্বাস কাজ করবে বলে মনে করেন তিনি। তবে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে বলেও উল্লেখ করেন অধিনায়ক।
 
‘ওখানে (নিউজিল্যান্ড) কন্ডিশন ভিন্ন, উইকেটও ভিন্ন। বিপিএলে যারা রান করেছে তারা আত্মবিশ্বাসী থাকতে পারে। বোলিংয়ে এখানে যেমন করেছে ওখানে আরও কঠিন হবে। বোলারদের আরও কাজ করতে হবে। তার পরেও যারা উইকেট পেয়েছে, যারা রান পেয়েছে তারা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে যে তারা রান করেছে, উইকেট পেয়েছে। বল করলে উইকেট পাচ্ছে। এটা কিছুটা হলেও সাহায্য করবে।’

আরটি/এনইউ/পিআর

আরও পড়ুন