ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রংপুরকে ১৭১ রানের টার্গেট দিলো কুমিল্লা

প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

জিতলে প্লে অফ নিশ্চিত আর হারলে তাকিয়ে থাকতে হবে ঢাকা-খুলনার ম্যাচের দিকে। এমন এক সমীকরণের ম্যাচে কুমিল্লার বিপক্ষে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৭১ রান। আর এ ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাবে সৌম্য-আফ্রিদির রংপুর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খালিদ লতিফের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইমরুল। শুরু থেকেই রংপুর রাইডার্সের বোলারদের উপর চড়াও হন এ দুই ব্যাটসম্যান। গড়ে তোলেন ৮৮ রানের দারুণ এক জুটি।

এরপর ব্যক্তিগত ৪৩ রান করে খালিদ লতিফ সাজঘরে ফিরলেও ইমরুল তুলে নেন চলতি আসরে তার প্রথম অর্ধশত। আরাফাত সানির বলে আউট হবার আগে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন ইমরুল। ৩৫ বল মোকাবেলা করে এ রান করেন তিনি। তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজান এ ওপেনার। আর ৩০ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন তিনি। শেষ দিকে স্যামুয়েলস ৩০ আর জাইদি ১৭ করলে ১৭০ রানের সংগ্রহ পায় কুমিল্লা।  

এমআর/এমএস

আরও পড়ুন