ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফিফ ব্যাটসম্যান শুনে অবাক ফ্রাংকলিন

প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তথা ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়েই বাজিমাত আফিফ হোসেন ধ্রুবর। চিটাগাং ভাইকিংসের মত শক্তিশালী বিপক্ষে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এর মধ্যে রয়েছে ক্রিস গেইলের মত উইকেট। অথচ একজন ব্যাটসম্যান হিসেবেই গড়ে উঠেছেন তিনি। এমন বোলিংয়ের পর নিশ্চয়ই মনঃসংযোগ থাকবে বোলিংয়ে।

তবে সে সম্ভবনা উড়িয়ে দিয়েছেন আফিফ। সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার প্রত্যাশা বোলিংয়ে বেশি থাকবে না। আমি মূলত ব্যাটসম্যান। ব্যাটিং আগে তারপর আমার বোলিং।’ তার এ কথা শুনেই অবাক রাজশাহী দলে খেলার নিউজিল্যান্ডের জেমস ফ্রাংকলিন। ‘অবাক হয়েই বলেন। তোমার ব্যাটিং আগে?’

আফিফ মূলত ব্যাটিং অলরাউন্ডার। এ কথা শুনে যেমন অবাক হয়েছেন ফ্রাংকলিন। তেমনি অবাক হয়েছেন জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই এমন বোলিং করায়। যেখানে প্রতিপক্ষ ছিল তামিম, গেইল, নবীদের মত বিশ্বতারকারা। আফিফের প্রথম দুই বলে চার হবার পর ঘুরে দাঁড়ানোকে বড় করে দেখছেন এ কিউই অলরাউন্ডার।

‘আমি এটা বুঝতেও পারিনি যে এটা ওর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কোনো ধারণাই ছিল না। এরকম একটা ছেলে এমন একটি ম্যাচে নেমে পাঁচ উইকেট নেওয়া, ক্রিস গেইলের বড় উইকেটটি নেওয়া, দারুণ ব্যাপার। বিশেষ করে প্রথম দুই বলে চার হজম করার পর, তরুণ একটি ছেলে সহজেই ভেঙে পড়তে পারত। কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাচ জেতানো পারফরফম্যান্স করেছে। এখন এখন অনেক প্রত্যাশা পূরণের ভার চাপবে ওর ওপর। আশা করি সে পারবে।’

আরটি/আইএইচএস/

আরও পড়ুন