ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বোলিং অ্যাকশনে ত্রুটি ছিল আফিফেরও

প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর থেকেই টনক নড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত প্রিমিয়ার লিগ থেকেই নজরে রাখা সব বোলারকে। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটেও এ ধারা অব্যাহত থাকে। আর সেখানে বোলিং অ্যাকশন ত্রুটি ধরা পরে তরুণ স্পিনার আফিফ হোসেন ধ্রুবরও। যদিও পরবর্তীতে নিজের অ্যাকশন শুধরে বল করার অনুমতি পেয়েছেন এ অলরাউন্ডার।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফ বলেন, ‘আমার বোলিং নিয়ে বিকেএসপি ক্যাম্পে জ্যাকি স্যার আমাদের নিয়ে কাজ করছে। এরপর মিরপুরে এসে আমাদের টেস্ট নিয়েছিল কিছু। এরপর ফলাফল দিয়েছে। তারপর থেকেই নিয়মিত বোলিং করতে পারছি।’  

এদিন জহুরুল ইসলাম অমিকে দিয়ে উইকেট নেয়া শুরু করেন আফিফ। যদিও সেখানে নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন তিনি। কারণ টিভি ক্যামেরায় পরিষ্কার দেখা গিয়েছে ব্যাটে লেগে বল প্যাডে লেগেছিল। তবে আম্পায়ারের ভুলে পেয়ে যান প্রথম উইকেট। ক্যারিয়ারের শুরুতেই উইকেট পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় এ ১৭ বছর বয়সী যুবার।

পরের ওভারেই ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের সামনে পড়েন তিনি। অনেকেই ভেবেছিলেন গেইলের সামনে হয়তো অনেকটা চুপসে যাবেন তিনি; কিন্তু তার প্রথম দুই বলে কোন রান তুলতে পারেননি গেইল। তৃতীয় বলে লাইনে যেতে না পারায় সরাসরি বোল্ড হয়ে যান ক্যারিবিয়ান ব্যাটিং দানব। আর তাতেই আফিফকে নিয়ে উল্লাসে মেতে ওঠে পুরো রাজশাহী শিবির। জহুরুল-গেইলকে ফিরিয়েই ক্ষান্ত হননি আফিফ। এর পর একে একে তুলে নিয়েছেন জাকির হাসান, সাকলাইন সজীব ও ইমরান খানকে।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন