মাহমুদউল্লাহর আক্ষেপ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার শুরুতে দারুণ ক্রিকেট খেলেছিল খুলনা টাইটান্স। সাত ম্যাচের ছয়টিতেই জিতে নিয়েছিল তারা; কিন্তু তা সত্ত্বেও প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা প্রকটভাবে ফুটে উঠেছে তাদের। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আরও একবার ব্যর্থ হলো খুলনার ব্যাটসম্যানরা। উড়ন্ত সূচনার অভাবেই এমনটা হচ্ছেন বলে মনে করেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘বেশ কয়েক ম্যাচেই আমরা চেষ্টা করেছি টপ অর্ডার আবার মিডল অর্ডার এলোমেলো করে। পুরো টুর্নামেন্টে ব্যাটিংটাই আমাদেরকে চিন্তায় রেখেছে। এখনো সে রকম উড়ন্ত সূচনা হচ্ছে না। ভালো শুরু হলে ১৫০ প্লাস কিংবা ১৬০ প্লাস হলে আমাদের বোলারদের সামর্থ্য আছে ডিফেন্ড করার। বোলারদের কারণেই আমরা বেশ কয়েকটা ম্যাচ জিতেছি।’
শুরুর পাশাপাশি এদিন শেষ দিকেও ভালো ব্যাটিং করতে পারেনি খুলনা। ওই সময় দলের প্রধান ভরসা মাহমুদউল্লাহই ছিলেন ব্যাটিংয়ে। চেষ্টা করেও এদিন ব্যাটে বলে করতে পারেননি তিনি। তাই শেষ চারের লক্ষ্যে এখন শেষ ম্যাচের দিকেই চেয়ে আছেন অধিনায়ক।
‘মাঝের দিকে বেশ কয়েকটা বল মিস করেছি। শেষ তিন চার ওভারেও কয়েকটা বল মিস করেছি। ওইগুলো যদি মারতে পারতাম তাহলে আরও একটু রান হতো। আমি চেষ্টা করছিলাম আজকে হচ্ছিল না। আজকে একটা ছক্কাও মারতে পারিনি। দেখা যাক শেষ ম্যাচ কি হয়। শেষ ম্যাচের দিকেই এখন সব আশা। চেষ্টা করব পরের ম্যাচটা জেতার।’
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছে খুলনা। সে সঙ্গে ফিল্ডিংটাও ভালো করছে তারা। তবে সে তুলনায় ব্যাটিং ভালো না করার আক্ষেপ কাজ করছে মাহমুদউল্লাহর, ‘আমার মনে হয় রানটা কম হয়ে যাচ্ছে। আজকে যেমন, ভালো উইকেট ছিল। টপ অর্ডারা যদি উড়ন্ত সূচনা না দিতে পারে তাহলে কঠিন ১৬০ প্লাস রান করা। যেহেতু ওনাদের ব্যাটিং সাইড অনেক ভালো। তারপরও চেষ্টায় ছিলাম আমরা। বোলাররা অনেক চেষ্টা করেছে।’
আরটি/আইএইচএস/এমএস