ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বন্ধু তুমি, শত্রু তুমি!

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ জাতীয় দলের সেরা পারফরমারদের মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল অনেকটা এগিয়ে। একজন দলের সেরা অলরাউন্ডার, আরেকজন সেরা ওপেনার। দুজন ভালো বন্ধুও। পেশাদার ক্রিকেটে বন্ধুই এবার আবির্ভূত হচ্ছে ‘শত্রুর’ ভূমিকায়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

ম্যাচটিতে দলের পাশাপাশি লড়াইটা জমবে সাকিব-তামিমের মধ্যেও। ঢাকা যেমন তাকিয়ে থাকবে সাকিবের দিকে, তেমনি চিটাগাং তাকিয়ে বিধ্বংসী ওপেনার তামিমের দিকে। দুজন আবার দুই দলের অধিনায়ক। তাই মানসিক লড়াইটাও জমবে তাদের।

এছাড়া একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে নামবেন তারা। পয়েন্ট টেবিলের এক নম্বর ও দুই নম্বর জায়গাটাও যথাক্রমে ঢাকা ও চিটাগাংয়ের দখলে। শীর্ষে থাকা ঢাকার পুঁজি ১০ ম্যাচে ১৪ পয়েন্ট। আর চিটাগাং সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

এদিকে আজকের ম্যাচটা তামিমদের জন্য প্রতিশোধের। চলতি বিপিএলের প্রথম পর্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম ম্যাচে সহজেই হার মেনেছিলেন তামিমরা। ওই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯ রানে পরাজিত হয়েছিলেন তারা। আজ ঢাকার বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জয় তুলে নিতে চাইবে গেইল-তামিমদের চিটাগাং।

এনইউ/পিআর

আরও পড়ুন