ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানের সংগ্রহ ২৩৫

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০১ মার্চ ২০১৫

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে এই মুহূর্তে খারাপ অবস্থা পাকিস্তানের। ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ২৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

এর আগে আজ ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ। তবে ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাব দিতে পারেননি দুই ওপেনার নাসির জামশেদ ও আহমেদ শেহজাদ। স্কোরবোর্ডে ৪ রান জমা করতেই বিদায় নিয়েছেন দুজন।

এরপর হারিস সোহেলকে নিয়ে ৫৪ এবং উমর আকমলের সাথে ৬৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি এনে দেয় মিসবাহ। তবে দলীয় ১২৭ রানে উমর আকমল ও আফ্রিদি আউট হলে আবার বিপদে পড়ে যায় পাকিস্তান। শেষ দিকে মিসবাহ ৭৩ আর ওয়াহাব রিয়াজ ৫৪ রান করলে ২৩৫ রানের লক্ষ্য দাঁড়ায় জিম্বাবুয়ের সামনে।

জিম্বাবুয়ের পক্ষে চাতারা ৩ ও উইলিয়াম ২ টি উইকেট নিয়েছেন।

এমআর/আরআইপি