ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হ্যাটট্রিক শিরোপা কার্লসেনের

প্রকাশিত: ১০:৫৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৬

ম্যাগনাস কার্লসেন। দাবার নতুন রাজার নাম। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অনন্য কীর্তি গড়েছেন নরওয়ের এই দাবারু। টানা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আজ বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি হারিয়েছেন রাশিয়ার সার্গেই কারজাকিনকে।

২০১৩ সাল থেকে বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে একক আধিপত্য বজায় রাখেন কার্লসেন। এই টুর্নামেন্টে শিরোপার হ্যাটট্রিকই করে ফেললেন তিনি। টানা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে পেরে দারুণ খুশি ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ধরা পড়লো ম্যাগনাস কার্লসেনের কণ্ঠেই, ‘এভাবে ম্যাচটা শেষ করতে পারায় আমি উচ্ছ্বসিত। খেলার মাঝে আনন্দ খুঁজে পাই। আজ যেমন মজার ছলেই খেললাম বলে মনে হলো।’

তিনি আরো যোগ করেন, ‘আমার মতে, একটা সুযোগ আসলো, তার সদ্ব্যবহার করলাম। এর চেয়ে বেশি কিছু নয়। আমি শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই এসেছিলাম। প্রতিপক্ষকে (সার্গেই কারজাকিন) পরাস্ত করার পূর্ব পর্যন্ত সেভাবেই খেলেছি। শিরোপা জিতলাম। ভালো লাগছে।’

এনইউ/পিআর

আরও পড়ুন