ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়া ফুটবল ম্যাচ বাতিল

প্রকাশিত: ০৯:৩২ এএম, ০১ ডিসেম্বর ২০১৬

রাখাইন প্রদেশে মুসলিম রাখাইনদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের প্রতিবাদে মালয়েশিয়া জাতীয় ফুটবল দল মিয়ানমার অনূর্ধ্ব- ২২ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে। দলের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাচ বাতিলের কথা উল্লেখ দলটির মুখপাত্র রয়টার্সকে জানান, ‘রোহিঙ্গা ইস্যুতেই এ ম্যাচ দুটি বাতিল করা হয়েছে। কারণ এটা একটি সংবেদনশীল ইস্যু।’ 

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া প্রথম থেকে মুসলিম রাখাইনদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে। আর তারা দাবি করছে তাদের সহিংসতায় বহু রাখাইন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে।

তাদের দাবি, রাখাইনদের বিপক্ষে মিয়ানমারের এই সহিংসতা ২০১২ সালের সহিংসতাকেও ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, আগামী ৯ ও ১২ ডিসেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এমআর/পিআর

আরও পড়ুন