ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার শুভ সূচনা

প্রকাশিত: ০৩:৩২ এএম, ০১ মার্চ ২০১৫

ইংল্যান্ডের দেওয়া ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ১৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান। দিলশান ৩০ আর  থিরিমান্নে ৪৩ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস জিতে উদ্বোধনী জুটিতেই মঈন আলি এবং ইয়ান বেল বড় রানের ইঙ্গিত দেন। দু’জন মিলে গড়েন ৬২ রানের জুটি। ১৫ রান করে দলীয় ৬২ রানে আউট হন মঈন আলি। এরপর গ্যারি ব্যালান্স দ্রুত আউট হয়ে যান। বেলকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন রুট। মরগ্যানের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। এরপর টেলরকে নিয়ে ৯৮ রানের সবচেয়ে বড় জুটিটা গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের দিকে নিয়ে যান রুট।

১২১ রান করে রুট যখন আউট হন তখন ইংল্যান্ড ৬ উইকেটে ২৬৫ রানের চূড়ায়। এরপর ৩০৯ রানে ইংল্যান্ডকে পৌঁছে দেন জস বাটলার ২৭ বলে অপরাজিত ৩৯ রান করে এবং ক্রিস ওকস ১৮ বলে ৯ রানে অপরাজিত থেকে। শ্রীলংকার পক্ষে ১টি করে উইকেট নেন মালিঙ্গা, লাকমাল, ম্যাথিউজ, দিলশান, হেরাথ এবং পেরেরা।

এমআর/এমএস