ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরেকটি মাইলফলকে সাকিব

প্রকাশিত: ০৩:১২ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের আরেকটি মাইলফলকে নিজের নামটা লেখালেন বাংলাদেশ তথা বিশ্বের সেরা এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০ উইকেট শিকার করলেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৪২ রানে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। ওই ম্যাচে রংপুরের হয়ে খেলতে নামা শ্রীলঙ্কার ব্যাটসম্যান জিহান রুপাসিঙ্গেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে টি-টোয়েন্টিতে আড়াইশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ঢাকার অধিনায়ক সাকিব।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এ কীর্তি গড়লেও গোটা ক্রিকেট বিশ্বে সাকিব এ মাইলফলকে পৌঁছান নবম বোলার হিসেবে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার কে? ডোয়াইন ব্রাভো। ৩৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৫৭টি উইকেট।

এবার একনজরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি ৯ বোলার:

ক্রমিক

বোলার

উইকেট

১.

ডোয়াইন ব্রোভো

৩৫৭

২.

লাসিথ মালিঙ্গা

২৯৯

৩.

ইয়াসির আরাফাত

২৮১

৪.

আলফেনসো থমাস

২৬৩

৫.

সাঈদ আজমল

২৬০

৬.

আজহার মাহমুদ

২৫৮

৭.

ডার্ক ন্যানেস

২৫৭

৮.

শহিদ আফ্রিদি

২৫৪

৯.

সাকিব আল হাসান

২৫০

 
এনইউ/আরআইপি

আরও পড়ুন