ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হারের পর পাকিস্তানের জরিমানা

প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৬

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১৩৮ রানে পরাজিত হয়েছে পাকিস্তান। এখানে শেষ নয়, দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে আজহার আলীর দল। হারের সঙ্গে ‘মরার ওপর খাড়ার ঘাঁ’ হয়ে দেখা দিলো জরিমানা।

হ্যামিল্টন টেস্টে (স্লো-ওভার রেট) জরিমানা গুণতে হয়েছে পাকিস্তানকে। নির্ধারিত ওভারগুলোর চেয়ে ৫ ওভার কম বোলিং করেছে তারা। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক আজহার আলির ম্যাচ ফির শতভাগ কেটে নিয়েছে আইসিসি। আর দলের অন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে এই সংস্থাটি।

এর আগের টেস্টেও একই ঘটনায় (স্লো-ওভার রেটের কারণে) এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মিসবাহ-উল-হক। এর জন্য মিসবাহর ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেয়া নিয়েছিল আইসিসি। আর দলের বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এনইউ/আরআইপি

আরও পড়ুন