ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পেসারদের ইনজুরি, তবুও নির্ভার নির্বাচকরা!

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

গত জুলাইয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরের জন্য দলে থাকলেও তার খেলাটা অনিশ্চিত। তার ওপর দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ শহীদকেও হারিয়েছে বাংলাদেশ। হাঁটুর ইনজুরির কারণে মাস খানেক মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। কিন্তু তারপরও এ নিয়ে দুশ্চিন্তা করছেন না নির্বাচকরা। অন্য পেসাররা ভালো করায় শহীদের ঘাটতি পূরণ হয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুমন বলেন, ‘বিপিএল শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমরা কাকে বেছে নেব। আমাদের হাতে আসলে সময় আছে অনেক। অনেকের নামই আছে। যেমন রাব্বি আছে, আল-আমিন হোসেন আছে, রুবেল আছে। সবাই কিন্তু ভালো বোলিং করছেন। একটা ভালো যে আমাদের হাতে অপশন আছে অনেক। যাকেই বেছে নেই ভালো করবে।’

এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন শহীদ। ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি এ পেসার। শেষ ম্যাচ বোলিং কোটা পূর্ণ করতে পারলে হয়তো শীর্ষেই উঠে যেতেন তিনি। তাই তার ইনজুরিকে দলের জন্য দুর্ভাগ্যজনক বলেছেন সুমন।

‘খুবই দুর্ভাগ্যজনক শহীদের জন্য। আমারও খুব খারাপ লাগছে। খুব ভালো বোলিং করছিল, ফর্মে ছিল সে। টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেনি। ওর পরিবর্তে আমরা কাকে নেব তা এখনও ঠিক করিনি। লম্বা স্কোয়াড আমাদের হাতে আছে। শহীদ ছাড়া বাকি যে ফাস্ট বোলাররা স্কোয়াডে আছে তারা কিন্তু ভালো করছে। যারা আছে তারা ভালো ফর্মে আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স করে চলেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। তবে সুমন নিজে নতুন খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকেন বলে জানান, ‘আমি আসলে বিপিএলে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকি। জাতীয় দলের প্লেয়াররা সবাই কিন্তু পরীক্ষিত। রান করে এসেছেন, করছেন এবং করবেনও। বিপিএলের প্রতিটি আসরই পাইপলাইনে কিছু না কিছু খেলোয়াড় যোগান দেয়। আমি আসলে এদিকেই তাকিয়ে থাকি।’

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন