অধিনায়কত্ব উপভোগ করছেন সাকিব
কুমারা সাঙ্গাকারা আর মাহেলা জয়বর্ধনের মত জীবন্ত কিংবদন্তী দলে। সঙ্গে ডোয়াইন ব্রাভো-আন্দ্রে রাসেলরাও। সব মিলে তারার মেলা। এমন এক দলের অধিনায়ক সাকিব। কেমন লাগছে দল পরিচালনা? এটা সহজ, না কঠিন? শনিবার রাতে সংবাদ সন্মেলনে উঠল এ প্রশ্ন।
সাকিবের জবাব, ‘দুটি দিকই আছে। অনেক সময় অনেক সহজ এবং অনেক সময় অনেক কঠিন। স্বাভাবিকভাবেই যখন সবাই আইডিয়া দিতে থাকে, তখন কনফিউজড হয়ে যাওয়ার চান্স থাকে। সেই সঙ্গে যখন কোন আইডিয়া থাকে না, তখন ওদের মাথা থেকে ভালো ভালো আইডিয়া বের হতে থাকে। তারপরও অবশ্যই ভালো একটা অভিজ্ঞতা। কুমার-মাহেলা ৮-১০ বছর তো অধিনায়কত্বই করেছেন। অনেক কিছুই শেখার আছে, অনেক পরিস্থিতিতে। তাদের মতো খেলোয়াড় মাঠে থাকলে অবশ্যই তো হেল্প হয়।’
আরআইবি/আইএইচএস/জেডএ