সাকিবের চোখে চিটাগাংই এখন সেরা
কথা বার্তায় পরিষ্কার, এতকাল বিপিএলে আসর সেরা পারফরমার হবার স্বপ্ন দেখতেন সাকিব। এবার চিন্তাটা অন্যদিকে সরে গেছে। এবার সাকিব চিন্তা-ভাবনা করছেন অধিনায়কের দৃষ্টিতে।
তবে অধিনায়কের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়েই বুঝেছেন, দলকে সামনে নিয়ে যেতেও তার কার্যকর পারফরমেন্স দরকার। ‘আমার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। আজকে যেমন একটু দরকার ছিল, এটা করতে পারছি সে জন্য ভালো লাগছে। সময় যখন আসবে তখন যেন করতে পারি সেটাই বড়। তারপরও নিশ্চয়ই সবদিন হবে না।’
এবারের বিপিএলে কোন দল কেমন? কার সম্ভাবনা কতটুকু? এসব প্রশ্নর জবাব দিতে গিয়ে অনেক কথার ভীড়ে সাকিব বলেছেন, ‘দলে অনেক খেলোয়াড় আছে। সবাই যদি সবার খেলাটা খেলতে পারে তাহলে আমাদের বিট করা খুব টাফ। অবশ্য আমরা একা নই। কয়েকটা টিম আছে ভালো। খুলনা ভালো করছে। তবে আমার কাছে মনে হয় চিটাগং এখন সেরা দল। বিশেষ করে ওদের কোয়ালিটি ফরেনার আছে যারা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এ দুটি টিম খুব ভালো। রংপুরের স্পিন অ্যাটাকও বেশ। খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। ওভারঅল এ বিপিএল আমার কাছে মনে হয় তিনটি বিপিএলের থেকে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হচ্ছে।’
আরআইবি/আইএইচএস/জেডএ