ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোনাকোর কাছে আর্সেনালের হার

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

রিয়াল মাদ্রিদের মতো ২০০৩-০৪ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব খেলছে আর্সেনাল। তবে শেষ চার মৌসুমেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে বুধবার শেষ ষোলোর প্রথম লেগে মোনাকোর বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে গানাররা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনালকে চমকে দেয় মোনাকো। ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা মোনাকো প্রথম গোলটি পায় ৩৮ মিনিটে। দূরপাল্লার শটে অতিথিদের এগিয়ে দেন জিওফ্রে কোনদগবিয়া। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দিগুণ করে ফেলে মোনাকো। দলের দ্বিতীয় গোলটি করেন দিমিতার বেরবাটভ। দুই গোল হজমের পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে স্বাগতিক আর্সেনাল।  

অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে একটি গোল শোধ করেন বদলি হিসেবে মাঠে নামা অ্যালেক্স অক্সলেইড-চ্যাম্বারলেইন। তবে স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার এক মিনিট আগে ইয়ানিক কারাসকোর গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে ফেলে মোনাকো।

আগামী ১৭ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগে মোনাকোর মাঠে খেলবে আর্সেনাল।

এমআর/এমএস