টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী
মোটামুটি মানের একটি দল নিয়ে বিপিএলে রীতিমত উড়ছে যেন মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটান্স। আবার আরেক উড়ন্ত দল রংপুর রাইডার্সকে আগের ম্যাচেই মাটিতে নামিয়ে এনেছিল রাজশাহী কিংস। যে কারণে এখন রংপুর নেমে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে।
বিপিএলের তৃতীয় পর্বে এসে এমনই হিসাব-নিকাশ বদলে ফেলা রাজশাহী কিংসের মুখোমুখি মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। আজ কী চমক দেখাবে রাজশাহী! তবে তার আগে কয়েন নিক্ষেপে আপাতত জয় হয়েছে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামিরই। টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন তিনি।
রাজশাহী কিংস
মুমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, সামিত প্যাটেল, উমর আকমল, ড্যারেন স্যামি, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি এবং নাজমুল ইসলাম।
খুলনা টাইটান্স
রিকি ওয়েসেলস, হাসানুজ্জামান, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, নিকোলাস পুরান, আরিফুল হক, কেভন কুপার, জুনায়েদ খান, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম
আইএইচএস/আরআইপি