২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে আয়ারল্যান্ড
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আইরিশ ৪৫ রান। পোর্টারফিল্ড ২০ আর জয়েস ২৩ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাইমান আনোয়ারের হার না মানা ১০৬ রানের উপর ভর করে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭৮ রান সংগ্রহ করে আরব আমিরাত। প্রথম ১১ ওভারে ৪৯ রানের জুটি গড়ে শুভ সূচনা করে ওপেনার দু’ব্যাটসম্যান। শেষ পর্যন্ত আন্দ্রি বেরেঙ্গার ১৩ আর আমজাদ আলি ৪৫ রান করে আউট হন। স্টার্লিংয়ের পরের ওভারেই মাঠে নামা কৃষ্ণ চন্দ্র কোন রান না করে আউট হলে বিপদে পড়ে আরব আমিরাত।
এরপর ষষ্ট উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলের হাল ধরেন সাইমান আনয়ার আর আমজাদ জাভেদ। আমজাদ জাভেদ ৪২ রান করে আউট হলেও সাইমান আনোয়ার তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাক্স সোরেনসেনের বলে আউট হওয়ার আগে ১০৬ রান করে এই ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে আরব আমিরাত। আয়ারলযান্ডের পক্ষে স্টারলিং ও সোরেনসেন নিয়েছেন ২ টি করে উইকেট।
এমআর/আরআইপি