ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের তৃতীয় পর্বের সূচি

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

বলতে বলতে বিপিএলের চতুর্থ আসরের দুটি পর্ব শেষ হয়ে গেলো। ঢাকায় প্রথম পর্ব, আর চট্টগ্রামে গড়ায় দ্বিতীয় পর্ব। দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা খুলনা টাইটান্স রয়েছে দ্বিতীয় স্থানে। রানরেটে পিছিয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের দলের পুঁজিও ১০ পয়েন্ট।

এদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস রয়েছে তালিকার তৃতীয় স্থানে। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়ানো চিটাগাং ভাইকিংস খেলেছে ৮ ম্যাচ। ৮ পয়েন্ট নিয়ে তামিম ইকবালের দল রয়েছে তালিকার চতুর্থ স্থানে। পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৭ ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজার দলের অর্জন ২ পয়েন্ট।

আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসরের তৃতীয় পর্ব। দুপুর ১টা ৩০ মিনিটের রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শেষ পর্ব। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। কোনো কারণে যদি ৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত না হয়, তাহলে তার পরের দিন (১০ ডিসেম্বর) গড়াবে বিপিএলের ফাইনাল।

এবার একনজরে দেখে নেয়া যাক বিপিএলের তৃতীয় পর্বের সূচি:

 

তারিখ      

দল

সময়

২৫ নভেম্বর

রংপুর-রাজশাহী                

বেলা ১টা ৩০ মিনিট

 

খুলনা-বরিশাল

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

২৬ নভেম্বর                    

কুমিল্লা-ঢাকা                    

বেলা    ১টা

 

খুলনা-রাজশাহী

বিকেল ৫টা ৪৫মিনিট

২৭ নভেম্বর                    

বরিশাল-ঢাকা

বেলা ১টা

 

রংপুর-চিটাগং

বিকেল ৫টা ৪৫ মিনিট

২৮ নভেম্বর                    

রংপুর-রাজশাহী

বিকেল ৫টা ৪৫ মিনিট          

২৯ নভেম্বর                    

কুমিল্লা-বরিশাল  

বেলা ১টা

 

চিটাগং-খুলনা

বিকেল ৫টা ৪৫ মিনিট

৩০ নভেম্বর                    

রংপুর-ঢাকা                    

বেলা ১টা

 

কুমিল্লা-রাজশাহী

বিকেল ৫টা ৪৫ মিনিট

১ ডিসেম্বর

বরিশাল-রাজশাহী

বিকেল ৫টা ৪৫ মিনিট

২ ডিসেম্বর

কুমিল্লা-খুলনা

বেলা ১টা ৩০ মিনিট

 

ঢাকা-চিটাগং

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

৩ ডিসেম্বর                      

রংপুর-বরিশাল

বেলা ১টা

 

চিটাগং-রাজশাহী

বিকেল ৫টা ৪৫ মিনিট

৪ ডিসেম্বর                      

কুমিল্লা-রংপুর

বেলা ১টা

 

ঢাকা-খুলনা

বিকেল ৫টা ৪৫ মিনিট

৬ ডিসেম্বর                      

এলিমিনেটর

বেলা ১টা

 

কোয়ালিফায়ার-১

বিকেল ৫টা ৪৫ মিনিট

৭ ডিসেম্বর                      

কোয়ালিফায়ার-২

বিকেল ৫টা ৪৫ মিনিট

৯ ডিসেম্বর                      

ফাইনাল  

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট

 

এনইউ/আরআইপি   

আরও পড়ুন