ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়

প্রকাশিত: ০৩:০৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সুয়ারেজের জোড়া গোলে ইংলিশ ক্লাব ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়েছে  কাতালানরা।

খেলার ১৬ মিনিটের মাথায় সুয়ারেজ গোল করলে প্রথম লিড নেয় বার্সা। মেসির ক্রস থেকে বল পেয়ে জোড়ালো শটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ।২৬ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করার সুযোগ নষ্ট করলেও ৩০ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ।

বিরতির আগে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হিসেবে খেলতে নামা বার্সেলোনা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিক ম্যান সিটি। ৪৬ মিনিটের মাথায় ম্যানসিটি তারকা জেকোর একটি হেড থেকে গোলবারের পাশ দিয়ে বল বেড়িয়ে যায়। ৬৯ মিনিটে সিলভার কাছ থেকে বার্সার ডি-বক্সে বল পেয়ে বুলেট গতিতে গোল করে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান ম্যানসিটি তারকা আগুয়েরো। ৭৪ মিনিটে ব্রাজিল তারকা আলভেজকে অবৈধভাবে বাধা দেওয়ায় দু’বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানসিটির ক্লিচি।ফলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এ মৌসুমের সবচেয়ে বড় লজ্জাটি পায় বার্সার প্রাণভোমরা মেসি। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় বার্সার এই তারকা।  ফলে, ২-১ গোলের লিড হাতে রেখে প্রথম লেগের ম্যাচে জয় নিয়ে এগিয়ে থাকল বার্সেলোনা।

এমআর/এমএস