ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডাকেটের পরিবর্তে বাটলার

প্রকাশিত: ১১:০৯ এএম, ২২ নভেম্বর ২০১৬

বেন ডাকেটের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু বাংলাদেশের বিপক্ষে। ওই সফরে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি। ভারত সফরেও তাই দলে জায়গা পেয়ে যান ডাকেট। তবে টিম ইন্ডিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স ভালো নয়। ভারতীয় স্পিনারদের (বরিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজাদের) বিপক্ষে ধুঁকছেন তিনি। তিন ইনিংসে ব্যাট করে নামের পাশে যোগ করতে পেরেছেন মোটে ১৮ রান।

এটাই (বাজে পারফরম্যান্স!) হয়তো নজরে এসেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। মোহালি টেস্টে (সিরিজের তৃতীয় টেস্টে) ডাকেটকে দলে রাখছে না তারা। ডাকেটের পরিবর্তে আসন্ন টেস্টে জস বাটলারকে খেলাতে পারে ইংল্যান্ড। এমন ইঙ্গিত ইংলিশ দলের টিম ম্যানেজমেন্টের।

যদিও ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস আস্থা রাখছেন ডাকেটে। তরুণ এই ক্রিকেটারকে আরো সময় দেয়ার পক্ষে বেলিস। কিন্তু ভারতের মাটিতে দ্বিতীয় টেস্ট বাজেভাবে হেরে যাওয়ায় সতর্ক ইংলিশ শিবির। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট চাচ্ছে, বাটলারের মতো হার্টহিটার ব্যাটসম্যান দলে এখন সময়ের দাবি। বাটলারের স্বভাবজাত ব্যাটিং করতে পারলে চাপে থাকবে ভারত!

এনইউ/এমএস

আরও পড়ুন