ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রংপুরকে ১২৬ রানের লক্ষ্য দিলো খুলনা

প্রকাশিত: ০৮:৪১ এএম, ২২ নভেম্বর ২০১৬

আবারো বড় স্কোর গড়তে ব্যর্থ খুলনার ব্যাটসম্যানরা। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ তুলেছে খুলনা টাইটান্স। জয়ের জন্য রংপুরকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহর দল।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আবদুল মজিদ। নিজের পরের ওভারেই আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই টাইগার স্পিনার। এরপর আফ্রিদির বলে ব্যক্তিগত ১১ রান করে মাহমুদউল্লাহ বিদায় নিলে চাপে পড়ে খুলনা।     

রিয়াদের বিদায়ের পর ৫৬ রানের জুটি গড়েন তাইবুর রহমান এবং রিকি ওয়েসেলস। ইনিংসের ১৭তম ওভারে এসে টাইগার পেসার রুবেলন হোসেন রংপুরকে ব্রেক থ্রু এনে দেন। রিকির বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে ৯৪ রানের মাথায়। একই ওভারে তাইবুরকেও ফিরিয়ে দেন রুবেল। শেষ ওভারের প্রথম বলে বেনি হাওয়েলকে বোল্ড করেন আফ্রিদি। শেষ দিকে আরিফুল হক ১৩ বলে ২২ রান করলে ১২৫ রানের সংগ্রহ পায় খুলনা।

এমআর/পিআর

আরও পড়ুন