ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একজনের কাছে হারলো ঢাকার ১১ জন

প্রকাশিত: ১২:২১ পিএম, ২১ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ছয় ম্যাচে দুটি জয় পেয়েছে রাজশাহী কিংস। আর এ দুটি জয়ই তারা পেয়েছে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। আর দুটি ম্যাচেই জয়ের নায়ক সামিত প্যাটেল। এ ইংলিশ তারকার কাছেই হেরেছেন বলে মন্তব্য করেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও। ১১ জন মিলে একজনের সাথে পারলেন না বলেই মনে করেন ঢাকার অধিনায়ক।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের সাথে দুটা ম্যাচই ওরা (রাজশাহী কিংস) ভালো খেললো। এবং দুটি ম্যাচেই সামিত প্যাটেল বেশি ভালো খেললো। দুটা ম্যাচেই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেলাম। এটা একটা হতাশার ব্যাপার আমাদের দলের জন্য যে, আমরা ১১ জন মিলে একজনের সঙ্গে পারলাম না।’

ঢাকা-রাজশাহীর প্রথম ম্যাচে ঢাকার দেয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সামিত প্যাটেলের ৪৪ রানে ভর করে জয় রাজশাহী। তবে ফিরতি ম্যাচে আজ বড় সংগ্রহই করেছিল ঢাকা। যদিও প্যাটেলের ৩৯ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৮২ রানের লক্ষ্যও মামুলী হয়ে যায় সেটা।

পাশাপাশি ওপেনিংয়ে নেমে মুমিনুলও খেলেন ৫৬ রানের দারুণ ইনিংস। মুমিনুলের প্রশংসা করলেও ম্যাচ প্যাটেলই তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বলে জানান সাকিব, ‘মুমিনুল ভালো ব্যাটিং করেছে; কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।’

প্রথম পাঁচ ম্যাচে চার জয় পেয়েছিল ঢাকা। তবে চট্টগ্রামে এসে টানা দুই ম্যাচে হেরে গেল তারা। হঠাৎ ছন্দপতনের কারণ হিসেবে কোন অজুহাত না দিয়ে নিজেদের বাজে খেলাকেই দায়ী করছেন সাকিব, ‘অবশ্যই আমরা ভালো খেলিনি। এটাই সবচেয়ে বড় কারণ। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন