শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় বিশাখাপত্মম
ভারতের প্রয়োজন ৮ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৩১৮ রান। কে জিতবে? বিশাখাপত্মমে এমনই এক রোমাঞ্চকর মুহূর্তে দাঁড়িয়ে ভারত আর ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের শেষ দিন। যদিও পাল্লা ভারি ভারতের দিকেই। তবুও ইংলিশ ব্যাটসম্যানরা যদি উইকেট কামড়ে পড়ে থাকতে পারে, তাতে টেস্টটি হয়তো ড্রও হতে পারে। যদিও সব কিছু নির্ভর করছে এখন পুরোপুরি উইকেটের ওপর।
প্রথম ইনিংসে ২০০ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়তে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। আগেরদিনই দ্বিতীয় ইনিংসে ৪০ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিক ভারত। তাদের আশার ভরসা হয়ে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৬ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নেমে বিরাট কোহলি আউট হলেন ৮১ রান করে। ২২ রানে থাকা আজিঙ্কা রাহানে আউট হন ২৬ রান করে।
তবে শেষ দিকে এসে জয়ন্ত যাদবের ২৭ রানের ওপর ভর করে ২০০ রানের গণ্ডি পার হতে পারলো ভারত। শেষ পর্যন্ত ভারত অলআউট হলো ২০৪ রানে। তাতেই তাদের মোট লিড দাঁড়িয়ে গেলো ৪০৪ রানের।
ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং আদিল রশিদ নেন ৪টি করে উইকেট। জেমস অ্যান্ডারসন এবং মঈন আলির বাকি ২ উইকেট ভাগাভাগি করে নেন।
জয়ের জন্য ৪০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের সূচনাটা ভালোই ছিল। হাসিব হামিদকে নিয়ে অ্যালিস্টার কুক ৭৫ রানের জুটি গড়ে ফেলেন। ইংলিশদের ওপেনিং জুটি দেখে ঘাবড়ে যেতে থাকলো ভারতীয়রা। অবশেষে চতুর্থ দিন শেষ বিকেলে ভারতকে সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। হাসিব হামিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান সাজঘরে।
হামিদ আউট হওয়ার ১২ রান পর আউট হয়ে যান অ্যালিস্টার কুকও। দিনের একেবারে শেষ বলে আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন ইংলিশ অধিনায়ক। ১৮৮ বলে ৫৪ রান করার পর তিনিও লেগ বিফোরের ফাঁদে পড়েন রবীন্দ্র জাদেজার বলে। ৫ রান নিয়ে উইকেটে রয়েছেন জো রুট।
আইএইচএস/পিআর