ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুমিল্লার চেয়ে বেশি আত্মবিশ্বাসী চিটাগাং

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল সোমবার ফিরতি পর্বে আবার মুখোমুখি হচ্ছে দল দু’টি। তবে এবার পরিস্থিতি পাল্টে গেছে অনেক। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে ছিল কুমিল্লা। তবে এবার সাম্প্রতিক পারফরম্যান্স ও আগের ম্যাচের জয় এগিয়ে রাখছে চিটাগাংকে। চিটাগাংয়ের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানও মনে করেন এমটাই।

রোববার চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শেষে জাকির বলেন, ‘কুমিল্লা শেষ ম্যাচ জিতেছে কাল (শনিবার)। অবশ্যই ওরা একটু আত্মবিশ্বাস পেয়েছে। আমরা ওদের চেয়ে মনে হয় একটু আত্মবিশ্বাসী আছি। কারণ আমরা বড় স্কোর করছি, ভালো বোলিং করেছি। শেষ ম্যাচ আমরা ওদের সাথে জিতেছি। ইনশাল্লাহ আমরা ভালো করবো।’

টানা পাঁচ ম্যাচ হারের পর গতকাল রাজশাহী কিংসের বিপক্ষে জয় পায় কুমিল্লা। এর আগের দিন টানা চার ম্যাচে হারের পর জয় পেয়েছিল চিটাগাংও। দুটি দলই ফিরে পেয়েছে মোমেন্টাম। তবে তা সত্ত্বেও নিজেদের মধ্যকার আগের ম্যাচের ফলাফলই এগিয়ে রাখবে তাদের। এমনটা বিশ্বাস করেন জাকির। তবে নির্দিষ্ট কোনো দল নয়, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেই এগোবেন বলেও জানান এ তরুণ।

‘সত্যি বলতে শেষ ম্যাচ আমরা খুব ভালো খেলেছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো খেলেছে। এখন আমাদের একটাই লক্ষ্য যে আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। প্রতিটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা একটা একটা করে ম্যাচ জেতার চেষ্টা করবো। এতোগুলো ম্যাচ চিন্তা না করে একটা করেই জেতার চেষ্টা করবো।’

এবার ঘরের মাঠে খেলছে চিটাগাং। নিজেদের দর্শকদের বাড়তি উদ্দীপনা বলে মনে করেন জাকির। আর জহুর আহমেদের উইকেটও বেশ ভালো। তাই এখানে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো করা সম্ভব বলে মনে করেন তিনি।

‘হোম গ্রাউন্ড বলতে আমরা দর্শকদের সাপোর্ট পাচ্ছি। এখানে সবাই আমাদের সাপোর্ট করছে। আর গ্রাউন্ডটা ভালো, উইকেটটা এখানে অনেক ভালো। ব্যাটে বল আসছে। এখানে রান করা সম্ভব। দিনে খেলা হলে রান করা সম্ভব। রাতে খেলা হলে একটু কুয়াশা থাকে। আমার মনে হয় আমরা যদি আমাদের পরিকল্পনা মাফিক খেলি আমরা ভালো করবো।’

আরটি/এনইউ/পিআর

আরও পড়ুন