টস জিতে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর খুলনা
বিপিএলের চট্রগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ কাগজে কলমে শক্তিশালী সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।
সাকিবের ঢাকা ডায়নামাইটস রীতিমতো উড়ছে। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে হারলেও বাকি ম্যাচগুলোতে জয় নিয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আছে ঢাকা। দলের টপ ওয়ার্ডার ব্যাটসম্যান মেহেদী মারুফ, নাসির আছেন দুর্দান্ত ফর্মে। সাঙ্গাকারা, সানজামুলও নিজেদের দায়িত্বে বেশ ভালো করছেন। শেষ দিকে ঝড় তোলার জন্য দলে আছেন ব্রাভো, বোপারা, মোসাদ্দেকের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা খেলোয়াড়। আর সাকিব তো আছেন বোলিং, ব্যাটিং দুই দিকেই।
অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে বড় চমক বললে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের নাম নিতে হবে। এবারের আসরে খুলনার টপ অর্ডার এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। ২য় ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হওয়ার ম্যাচ বাদ দিলে বাকি তিন লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে জয় পেয়েছে দলটি। দলে আছে শফিউল আর মোশাররফ রুবেলের মত অভিজ্ঞ বোলার। এছাড়া রয়েছে কেভন কুপার, শুভাগত আর অলক কাপালির মত অভিজ্ঞ অলরাউন্ডার।
খুলনা টাইটান্স
আন্দ্রে ফ্লেচার, হাসানুজ্জামান, নিকোলাস পুরান, শুভাগত হোম, আরিফুল হক, কেভিন কুপার, মোশারফ হোসেন, জুনায়েদ খান, শফিউল ইসলাম, তাইবুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ।
ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, ডোয়েইন ব্রাভো, সেকুজে প্রসন্নে, ম্যাট কুলস, সানজামুল ইসলাম, মোহাম্মদ শহীদ, সোহরাওয়ার্দী শুভ।
এমআর/এমএস