ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেরা ক্রিকেট খেলেই জয়ে ফিরতে চায় রংপুর

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গড়পড়তার দলই গড়েছিল রংপুর রাইডার্স। তবে আসরের প্রথম দুই ম্যাচে যেভাবে ক্রিকেট খেলেছিল তারা, তাতে হঠাৎই ফেভারিট তালিকায় চলে আসে। যদিও শেষ ম্যাচে হেরে যায় দলটি। তবে চট্টগ্রামে নিজেদের সেরা খেলাটি খেলে আবার জয়ের ধারায় ফিরে আসতে চায় রংপুর। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা তারকা আরাফাত সানি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সানি বলেন, ‘আমরা ভালো খেলার জন্যই মাঠে নামবো। দলের সবাই তাদের নিজেদের সব দিয়ে খেললে ফল আমাদের পক্ষেই থাকবে বলে আমি বিশ্বাস করি। আর ঢাকার মাঠ, চট্টগ্রামের মাঠ- এসব নিয়ে চিন্তা করছি না। ম্যাচ নিয়ে চিন্তা করছি। সামনের ম্যাচ কি হচ্ছে, এর পরের ম্যাচ কি হবে। এভাবে ম্যাচ টু ম্যাচ- কিভাগে আগানো যায়, সেই চিন্তা করছি।’

চট্টগ্রাম পর্বে প্রথম দিন দ্বিতীয় ম্যাচে শক্তিশালি বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। মুশফিকের নেতৃত্বে দারুন ক্রিকেট খেলছে বরিশালের দলটি। তাই তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না- এটা জানেন সানি। তবে নিজের প্রথম দুই ম্যাচের উদাহরণও সামনে আনেন তিনি। তার মতে, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, দিন শেষে তাদেরই জয় হবে।

‘টি টোয়েন্টি আসলে স্বল্প সময়ের ম্যাচ, এসব ম্যাচে কে জয়ী হয়, কে হারে বলা মুশকিল। সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। একটা ম্যাচে একজন খারাপ করলো, পরে অন্যরা তার খারাপগুলো পুষিয়ে নেয়। এখানে সবাই জয়ের জন্যই খেলে। আর বরিশাল টপ খেলছে, ওই হিসাব করলে আমি বলবো, আমরা প্রথম দুই ম্যাচ টপ খেলেছি। আসলে যার যে দিন ভাল আসে, ভালো খেলে, যারা কম ভুল করবে, তারাই ম্যাচ জিতবে। আমরা কম ভুল করলে অবশ্যই আমরা ভালো খেলবো।’

এরপরও জয়কে কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন সানি, ‘জয় অনেক কিছুর উপরই নির্ভর করে। টস জয়ও একটা ভাগ্য। কাল দেখা যাবে উইকেট পরিস্থিতি। সবাই খেলে ম্যাচ জয়ের জন্য। আমরাও খেলবো জয়ের জন্য। আমাদের দলে ভালো বোলারের পাশাপাশি ভালো ব্যাটসম্যানও আছে। শেষ ম্যাচে ব্যাটসম্যানরা একটু খারাপ করেছে। তবে এটা কাটিয়ে উঠছে। তারা ভালো করলে দল ভালো করবে।’

উল্লেখ্য, স্থানীয় খেলোয়াড়ে তেমন বড় নাম সংগ্রহ না করতে পারলেও বিদেশি খেলোয়াড়দের মধ্যে বেশ বড় তারকাই এনেছে রংপুর। দলে রয়েছেন টি-টোয়েন্টির সবচেয়ে বড় নাম শহিদ আফ্রিদি। এবার দক্ষিন আফ্রিকা থেকে ডেভিড মিলারকেও দলে এনেছে দলটি। শেন ওয়াটসনের যোগ দেয়ার গুঞ্জনও শোন যাচ্ছে।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন