ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শাহরিয়ার নাফীসের ভাবনায় নেই জাতীয় দল!

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর পরই নিউজিল্যান্ড সফরের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। গত দুই বছর ধরে টানা ভালো খেলার পরও জাতীয় দলের বিবেচনায় নেই শাহরিয়ার নাফীস। তবে বিপিএল দিয়ে নিজেকে আরও একবার মেলে ধরেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। তবে জাতীয় দল নিয়ে আপাতত কোনো ভাবনাই নেই নাফীসের। বিপিএলে ভালো পারফরম্যান্স করার দিকেই নজর বরিশাল বুলসের এ ব্যাটসম্যানের।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে নাফীস বলেন, ‘আমি এখন বিপিএল খেলছি। বিপিএল নিয়েই চিন্তা করছি। বিপিএল নিয়ে পরিকল্পনা করছি। সামনে জাতীয় দলের ব্যাপারটা নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজম্যান্টের ওপর। ওটা আমার হাতে না। যেহেতু বিপিএলে খেলার সুযোগ পেয়েছি, এখানে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো এবং এটা নিয়ে মনোযোগী থাকার চেষ্টা করবো।’

বিপিএলের এবারের আসরে প্রথম চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে নাফীসের দল বরিশাল বুলস। রান রেটের বিবেচনায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে চট্টগ্রাম পর্বে আগের তিন ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চান নাফীস।

‘আমরা চেষ্টা করবো গত তিনটা ম্যাচে যেভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছি, এখানে প্রথম ম্যাচ আমরা ওভাবে শুরু করতে চাই। কারণ প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই এবং প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করতে চাই।’

কিছুদিন আগেই শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে তাদের বিপক্ষে স্পিনিং উইকেটে খেলেছে বাংলাদেশ। সেখানে স্লো উইকেটে খেললেও এবার এমনটা হবে না বলে আশা করছেন নাফীস। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলা হবে বলে আশা করছেন তিনি।

‘চট্টগ্রামের উইকেট ভিন্ন ছিলো, কারণ আমরা ভিন্নভাবে করতে চেয়েছিলাম। আমাদের যে পরিকল্পনা ছিলো ইংল্যান্ডের বিপক্ষে তাতে আমরা সফল হয়েছি। এখন অনুশীলন এবং ভেতরের যে উইকেট দেখলাম আশা করছি এখানে অনেক রান হবে। এবং ব্যাটসম্যানরা সুবিধা পাবে। আশা করছি, চট্টগ্রামে সব দলই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা বিভাগেই অনেক ভালো খেলবে।’

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন