ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হ্যাটট্রিক শিরোপার হাতছানি জিমিদের

প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপটা আসলে এশিয়া কাপের বাছাই পর্ব। এখান থেকে চ্যাম্পিয়ন দলটি সুযোগ পাবে এশিয়ার হকির সবচেয়ে বড় এ টুর্নামেন্টে খেলার। সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।

টানা তৃতীয় শিরোপার লক্ষ্য নিয়ে আজ(বুধবার) রাতে হংকংয়ের পথে উড়াল দিচ্ছেন জিমি-চয়নরা। ১৯ নভেম্বর হংকংয়ে শুরু হচ্ছে ৮ জাতির এ টুর্নামেন্ট। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপসঙ্গী চাইনিজ তাইপে, ম্যাকাও ও স্বাগতিক হংকং। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও উজবেকিস্তান।

যথারীতি এবারও এ টুর্নামেন্টে টপ ফেবারিট বাংলাদেশ। দলের জার্মান কোচ অলিভার কার্টস এবং অধিনায়ক রাসেল মাহমুদ জিমির প্রত্যাশা চ্যাম্পিয়ন হয়েই ফিরতে পারবেন তারা। বিকালে সংবাদ সম্মেলনে অলিভার কার্টস বলেন,‘আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। আর যদি চ্যাম্পিয়ন হতে না পারি তাহলে ভাববো আমি ভালো কোচ নাই। অভিজ্ঞ ও তারুণ্যে সমন্বয়ে দলটি তৈরি করা হয়েছে। আমরা ভালো খেলবো। প্রস্তুতিও ভালো হয়েছে। ’

বাংলাদেশ স্কোয়াড :
জাহিদ হোসেন, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিতুল, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, অসীম গোপ , ইমরান হাসান পিন্টু, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, রোমান সরকার, তাপস বর্মণ, হাসান জুবায়ের নিলয়, মাইনুল ইসলাম কৌশিক, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ কুমার দাস।

‘এ’ গ্রুপের ম্যাচগুলো:
১৯ নভেম্বর : চাইনিজ তাইপে-ম্যাকাও
১৯ নভেম্বর : বাংলাদেশ-হংকং
২১ নভেম্বর : বাংলাদেশ-চাইনিজ তাইপে
২১ নভেম্বর : হংকং-ম্যাকাও
২৩ নভেম্বর : বাংলাদেশ-ম্যাকাও
২৩ নভেম্বর : হংকং চাইনিজ তাইপে

আরআই/এনইউ/এবিএস

আরও পড়ুন