ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রংপুর রাইডার্সে মিলার, অপেক্ষায় ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

কিলার মিলার নামেই বেশি পরিচিত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মিলার। ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে ঝড় তোলা ব্যাটিং করার কারণেই মূলত তার নাম ডেভিড মিলার থেকে হয়ে গেছে কিলার মিলার। প্রোটিয়া টি-টোয়েন্টি স্পেশালিস্টকে দলে ভিড়িয়ে নিয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স।

ডেভিড মিলারের সঙ্গে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলি। চট্টগ্রাম পর্ব থেকেই দলের সঙ্গে থাকবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এম এ বাকী। তিনি জানান, আনোয়ার আলি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম পৌঁছাবেন এবং সন্ধ্যায় বরিশাল বুলসের বিপক্ষে মাঠেও নামবেন।

তবে ডেভিড মিলার দলের সঙ্গে যোগ দিলেও তিনি চট্টগ্রাম পর্বে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামছেন না। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্বে শেষ ৬টি ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার। তবে এ সময় তিনি দলের সঙ্গে থাকবেন।

রংপুর রাইডার্স শুধুমাত্র ডেভিড মিলারকে দিয়েই চমক দেখাচ্ছে না। উত্তরাঞ্চলের দলটিতে যোগ দেবেন আরেক বিশ্বসেরা অলরাউন্ডার, অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন। মিডিয়া ম্যানেজার এম এ বাকী জাগো নিউজকে জানান, ‘শেন ওয়াটসনের আসাটা প্রায় নিশ্চিত। ৮০ ভাগ কথা-বার্তা হয়ে গেছে। চুক্তির বিষয় নিয়ে কিছু কথা-বার্তা বাকি আছে। এটুকুও দ্রুত সেরে ফেলছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। ফ্রাঞ্চাইজি চেয়ারম্যান জানিয়েছেন, শেন ওয়াটসন আসতেছেন এটা নিশ্চিত। ঢাকায় শেষ পর্বে তিনি খেলবেন মোট চারটি ম্যাচ।’

বিপিএলের ঢাকা পর্বে ৩টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। দুটিতে জিতেছে দাপটের সঙ্গে এবং শেষটিতে হেরেছে তারা। দলটিতে রয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি, আরেক পাকিস্তানি বাবর আজম, আফগান বিধ্বংসী ওপেনার মোহাম্মদ শাহজাদ, ক্যারিবীয় গিডরন পোপ- প্রমুখ। মিলার আর শেন ওয়াটসন যোগ দিলে রংপুর রাইডার্সের চেহারাই পুরোপুরি বদলে যাবে এবং শিরোপার অন্যতম দাবিদার হয়ে যাবে তারা।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন