ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লজ্জায় জিম্বাবুয়ে শ্রীলঙ্কা সমানে সমান

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্রিকেটে লজ্জার একটি রেকর্ড ছুঁয়েছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান। দেশটির উদ্বোধনী দুই ব্যাটসম্যানই প্রথম বলে আউট হয়েছেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনার দ্বিতীয় উদাহরণ এটি।

রোববার সহ-আয়োজক নিউ জিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে জয়ের জন্য ২৩৩ রান তাড়া করতে নেমে প্রথম বলেই উকেট হারায় শ্রীলঙ্কা। আফগানিস্তানের দৌলত জাদরানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লাহিরু থিরিমান্নে। ইনিংসের দ্বিতীয় ওভারে তিলকারত্নে দিলশানকে মুখোমুখি হওয়া প্রথম বলে ফেরান শাপুর জাদরান।

এর আগে ওয়ানডে ক্রিকেটে একবারই এমন ঘটনা ঘটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পিয়েট রিঙ্কে ও টেরি ডাফিন মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হয়েছিলেন। দুজনকেই আউট করেছিলেন ফিডেল এডওয়ার্ডস। ২০০৬ সালে গায়ানায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ৮২ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এএইচ/আরআইপি