বার্সার সঙ্গে নতুন চুক্তিতে মেসির না
নেইমারের সঙ্গে নতুন চুক্তিটা সেরে ফেলছে বার্সা। লুইস সুয়ারেজও নতুন চুক্তি করেছেন। এবার মেসির সঙ্গেও পাঁচ বছরের নতুন চুক্তি করতে চাইছে বার্সেলোনা। তবে মার্কা যে জানাচ্ছে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরানোর আগে নতুন চুক্তি করতে রাজি নন লিওনেল মেসি!
গত জুলাইতেই নাকি মেসি সিদ্ধান্ত নেন, আগে চুক্তির পুরো মেয়াদ শেষ করবেন। এরপরই নতুন চুক্তি নিয়ে ভাববেন। যে ভাবনার ফল অন্য কিছুও হতে পারে। এমনই খবর দিয়েছে স্পেনের প্রধান ক্রীড়া দৈনিক।
মেসি ঠিক কোন কারণে অনাগ্রহী, তারও ইঙ্গিত আছে মার্কার প্রতিবেদনে। কর–সংক্রান্ত ঝামেলায় তিনি নাকি হাঁপিয়ে উঠেছেন। বার্সাও আপাতত চুক্তির বিষয় নিয়ে আলোচনা স্থগিত রেখেছে। জানুয়ারিতে আবারও এ ব্যাপারে উদ্যোগ নেবে ক্লাবটি।
তবে ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফকে অবশ্য বার্সা সভাপতি বার্তেমেউ বলেছেন, ‘আমরা কয়েক মাসের মধ্যে মেসির সঙ্গে আলোচনা শুরু করব। রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত (২০১৮ জুলাই) ওর চুক্তি আছে। ওর ওপর আমরা খুবই সন্তুষ্ট। ও বিশ্বের সেরা খেলোয়াড়।’
এমআর/এবিএস