ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বরিশালকে ১৬৪ রানের লক্ষ্য দিল চিটাগাং

প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৪ নভেম্বর ২০১৬

আরও একবার জ্বলে উঠলো তামিম ইকবালের ব্যাট। ৫১ বলে দুর্দান্ত ৭৫ রানের ইনিংস। সঙ্গে জহুরুল ইসলাম অমি আর এনামুল হক বিজয়ের মাঝারি মানের দুটি ইনিংস। সব মিলিয়ে বরিশাল বুলসের সামনে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রানের বিশাল চ্যালেঞ্জ গড়ে তুলেছে চিটাগাং ভাইকিংস।

টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল বুলসের বোলারদের মাঠের চারদিকেই খেলতে শুরু করেন তামিম আর জহুরুল ইসলাম অমি। দুজন মিলে গড়ে তোলেন ১১৬ রানের বিশাল জুটি। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় জুটি।

কামরুল ইসলাম রাব্বির বলে যখন জুটিটা ভাঙলো, তখন তামিম ইকবাল ৭৫ রানে। এ সময় তিনিই প্রথম আউট হন। এরপর ১২২ রানের মাথায় আউট হন জহুরুল ইসলাম অমি। ৩৪ বলে ৩৬ রান করেন তিনি। ইনিংসের একেবারে শেষ বলে ১৭ রান করা ডোয়াইন স্মিথ আউট হন। ততক্ষণে চট্টগ্রাম পৌঁছে গেছে ১৬৩ রানের চূড়ায়। এনামুল হক বিজয় অপরাজিত থাকেন ২৭ রানে।

বরিশাল বুলসের আল-আমিন হোসেন, আবু হায়দার রনি এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১টি করে উইকেট।

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন